সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এএসএইচকে সাদেকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান।
যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নৌকা প্রতীকে তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এএসএইচকে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায় এবং সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে তার অবদান রয়েছে।
যার স্বীকৃতিস্বরূপ ও শিক্ষা বিস্তারে অবদানের জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।