News Bangla

ইসরায়েলের বিরুদ্ধে যশোরে মানববন্ধন

ফিলিস্তিনি মুক্তিকামী নিষ্পেষিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সমর্থন ও আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব মানুষের ঐক্যের আহ্বান জানিয়ে রবিবার (১৬ মে) দুপুরে যশোরে মানববন্ধন করেছে প্রাচ্যসংঘ নামে একটি সংগঠন।

বিশিষ্ট লেখক, গবেষক সাংবাদিক বেনজীন খানের নেতৃত্বে যশোর শহরের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে একক বক্তব্য রাখেন বেনজীন খান।

তিনি বলেন, ১৯৪৮ সালে মানুষ মানুষের ভাই এই চিন্তা থেকেই ইহুদিদের আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন। বিশ্বের মানবতার আঁতুড়ঘর সেই ফিলিস্তিনকে আজ গ্রাস করেছে ইসরায়েল। তাদের মদত দিচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা আর মুসলিম দেশ হয়েও স্বার্থান্ধ সৌদিআরব।

তিনি বলেন, যখন ইহুদিদের আশ্রয় দেওয়া হয়েছিল, তার সেই সময় প্যালেস্টাইনের মাত্র ১০ শতাংশ ভূমির অধিকার ছিল ইসলায়েলের। আর আজ দখল করতে করতে তারা ৯০ শতাংশ গ্রাস করেছে।

ফিলিস্তিনিদের মুক্তিকামী জনতার প্রশংসা করে তিনি বলেন, প্যালেস্টাইনের মুক্তির মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রাম অনেকদূর এগিয়ে যাবে। এ মানববন্ধনে শ’খানেক মানুষ বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। সূত্র-বাংলা ট্রিবিউন।