News Bangla

ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

কুমিল্লার মনোহরগঞ্জে লিজের পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে আবদুর রহিম (৪০) নামের এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) সকালে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে এবং ৪ নম্বর ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রহমত আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা নিয়ে আবদুর রহিমের সঙ্গে প্রতিবেশী মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। সকালে বিষয়টি নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রহিমের গলায় কাঁচি দিয়ে আঘাত করে রহমত। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর রহমত আলীকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে পুলিশ। অভিযুক্ত রহমত আলীকে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ সূত্র-বাংলা ট্রিবিউন।