পরেশ দেবনাথ, কেশবপুরে মঙ্গলকোট ব্রীজের মাথা আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারী সহসয়তা ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন প্রধান অতিথি হিসাবে আশ্রয়ন প্রকল্পের একশ পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করেন।
করোনাকালীন সময়ে লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে প্যাকটজাত ঈদ সামগ্রীগুলো দেওয়া হয়। বিতরণকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম রায়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার সোয়াবিন তেল, এক প্যাকেট গুড়ো দুধ, কিসমিস ও বাদাম।