দৈনিক আলোকিত বাংলাদেশের কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের দপ্তর স¤পাদক মশিয়ার রহমানের বাবা লুৎফর রহমান মোড়ল (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার ভোর রাতে তিনি উপজেলার বাগদহা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন স¤পন্ন করা হয়।
সাংবাদিক মশিয়ার রহমানের বাবার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন প্রমুখ।