News Bangla

আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না: রাইমা

রাইমা সেনকে নিয়ে নানা সময়ে নানা জনকে নিয়ে গুঞ্জন শোনা যায়। কবে করবেন বিয়ে? এমন প্রশ্নও কম শুনতে হয়নি। সবশেষ একজন ফটোগ্রাফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এ বিষয়ে তিনি আনন্দবাজারকে বলেন, আমাকে নিয়ে যা তা বলা হচ্ছে। আমি কোনো ফটোগ্রাফারের সঙ্গে ছবি যেই তুললাম, আর অমনি ১০টি গল্প হয়ে গেল! এসবে আমার কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, আমার খারাপ না লাগলেও। আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প তাদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

আলাপ চলতে চলতে তিনি খানিকটা স্থির হন। তারপর বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।’

আনন্দবাজারের ফটো শ্যুটে এসে তিনি এসব কথা বলেন। শ্যুটে রাইমার সঙ্গী ছিলেন নিখিল জৈন। এই মুহূর্তে সিংহভাগ মানুষ যাকে চেনেন নুসরাত জাহানের ‘সাবেক স্বামী’ হিসেবে। তার ব্যক্তিজীবন নিয়ে চর্চা চলছেই। তবে, সেই চর্চাকে তোয়াক্কা করেন না তিনি।