তালেবান সদস্যরা আফগানিস্তানের ঘোর প্রদেশে এক অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিহত ওই নারীর নাম বানু নেগার। তাকে ফিরোজকোহ শহরে আত্মীয়ের বাড়িতে আত্মীয়দের সামনে হত্যা করা হয়। নেগার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার (৪ সেপ্টেম্বর) অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বাড়িতে ঢুকে সবাইকে হাত-পা বেঁধে নেগারকে পিটিয়ে হত্যা করে। তালেবান সদস্যরা বিবিসিকে জানিয়েছে, এ হত্যার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই এবং ঘটনা তারা তদন্ত করে দেখছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি এবং এর সাথে তালেবানের সম্পৃক্ততা নেই সে ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি। আফগানিস্তানের সাবেক সরকারের অধীনে যারা কাজ করত তাদের সাধারণ ক্ষমা করে দেয়া হয়েছে বলে মুজাহিদ বলেন, নেগারের মৃত্যুর সাথে ব্যক্তিগত শত্রুতার সম্পর্ক থাকতে পারে।
তালেবানের ভয়ে অনেকেই এ হত্যার ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে চাইছে না বলে ধারণা করা হচ্ছে। তবে, তিনজন সূত্র বিবিসিকে জানিয়েছে, তালেবান সদস্যরা নেগারকে তার স্বামী ও সন্তানদের সামনে পিটিয়ে হত্যা করে। নেগারের বিকৃত চেহারা ও ঘরের রক্তাক্ত দেয়ালের ছবি গণমাধ্যমের কাছে সরবরাহ করেছে স্বজনরা।