News Bangla

আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

হাতিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ সংঘর্ষ হয়। নিহত ও আহত সবার বাড়ি সোনাদিয়া ইউনিয়নে।

নিহত জোবায়ের হোসেনের (৪৫) সোনাদিয়া ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তার লাশ ময়নাতদন্তের তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় মৃত জোবায়েরের ছেলে জীবনও (২২) গুরুতর আহত হন।

আহত অন্য দুজন হলেন ৩ নম্বর ওয়ার্ডের মো. খলিলের ছেলে মো. ইরাক(২৬) ও ৫ নম্বর ওয়ার্ডর এমরান উদ্দিনের ছেলে মহসিন আজগর রাজু (২৮)। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম  সোনাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের লোকজন হামলা চালায়। পরে ইউপি চেয়ারম্যান নুর ইসলামের সমর্থকদের পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল চরচেঙ্গা বাজার থেকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলের থমথমে পরিস্থিতি শান্ত রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান. সোনাদিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সূত্র-দেশরূপান্তর।