News Bangla

আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার বিষয়ে মতবিনিময় সভা

সম্প্রতি কুমিল্লার ঘটনায় দেশে সহিংসতা বন্ধ ও জনগনকে সচেতন করার লক্ষ্যে কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে সকল মসজিদের ইমাম, সাংবাদিক ও সুধিজনদের নিয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, সাবেক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, সমাজ সেবক আলাউদ্দিন মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের কেশবপুর প্রতিনিধি মশিয়ার রহমান, প্রধান শিক্ষক আবদুল মোতালেব, রবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান পিরো, মনোজ তরফদার, প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান, ইমাম আবদুল হামিদ, আলীমুদ্দিন, ওলিয়ার রহমান, সরোয়ার হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মসজিদের ইমামগন।

বক্তারা বলেন, কুমিল্লার ঘটনা নিয়ে মজিদপুর ইউনিয়নে যেন কোন প্রকার আইন শৃংখলার অবনতি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে জন্য সকলকে সচেন হওয়ার আহবান জানান। আগামী শুক্রবার জুম্মার নামাজের দিন স্ব-স্ব মসজিদের ইমাম উপস্থিত মুসল্লিদেরকে সচেতন করাসহ কোন গুজবে কান না দেয়ার জন্য বলা হয়। ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের প্রত্যেকটি বাজারে উপস্থিত জনগনদের বোঝানোর জন্য বলা হয়েছে