News Bangla

অর্জুনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল সোনমেন জন্য

বলিউডের নামী পরিবারে জন্ম সোনম, অর্জুন, রিয়া, জাহ্নবী ও খুশি কাপুরের। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। সোনম হলেন অর্জুনের চাচা অনিল কাপুরের মেয়ে। তারা ছোটবেলা থেকে একসঙ্গেই বেড়ে উঠেছেন। পড়াশোনা থেকে খেলাধুলা, খুনসুটি, সবকিছুই একসঙ্গে ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি, ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবির প্রচারে সাক্ষাৎকার দেন অর্জুন কাপুর। সেখানেই সোনম কাপুরের সঙ্গে ছোটবেলার এক মজাদার মুহূর্ত ভাগ করে নেন।

অর্জুনের কথায়, “সোনম আর আমি এক স্কুলে পড়তাম। দুজনেই বাস্কেটবল খেলতে পছন্দ করতাম। একদিন উঁচু ক্লাসের এক ছেলে সোনমের থেকে বাস্কেট বল নিয়ে নেয়। বলটা ওদের বলে দাবি করে। সোনমের সঙ্গে খারাপ ব্যবহার করে। সোনম সেটা আমাকে কাঁদো কাঁদো হয়ে জানায়। শুনেই আমার মাথা গরম হয়ে যায়।”

“ছেলেটি কে জিজ্ঞাসা করতেই সোনম তাকে দেখিয়ে দেয়। আমি গিয়ে তীব্র গালিগালাজ করি। আমার মুখে গালিগালাজ শুনে ছেলেটি হকচকিয়ে যায়। তারপর ও আমাকে মারতে শুরু করল। ঘুষি খেয়ে আমার চোখে কালশিটে পড়ে যায়।”

এখানে ঘটনার শেষ নয়। অর্জুন জানান, এত কিছু পর অর্জুনকেই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। কারণ, ঝামেলার সূত্রপাত তিনিই করেছিলেন। আর অভিনেতা জানতে পারেন, ওই ছেলেটি জাতীয় দলের বক্সিং খেলোয়াড়। এরপর অবশ্য সোনমকে অর্জুন জানিয়ে দিয়েছিলেন, এরপর তিনি যেন নিজের ঝামেলা নিজেই মেটান।