News Bangla

অনেক দেশ যখন ভ্যাকসিনের কথা ভাবেনি, আমরা তখন ভ্যাকসিনের ব্যবস্থা করেছি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যখন অনেক দেশ ভ্যাকসিনের কথা ভাবে নাই, আমরা তখন থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছি।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬টি দুর্গাপূজা মণ্ডপের কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চে মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। আমরা ইতিমধ্যে ২য় ডোজও ১০-১২% সম্পন্ন করেছি। সব মিলিয়ে আমরা প্রায় ৫ কোটি ডোজ সম্পন্ন করে ফেলেছি।

‘ডাব্লিউএইচও থেকে আমাদের বিনা মূল্যে দ্বিগুণ টিকা দিতে চাচ্ছে। তারা আমাদের দেশে টিকা উৎপাদনের সকল সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে।’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিগগিরই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে।

‘দুর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা করতে হবে। উৎসবে অতিরঞ্জিত কোন কিছু করা যাবে না। শান্তি পূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১১২টি ও সাটুরিয়ায় ৬৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।