News Bangla

অধিক রস উৎপাদনকারী খেঁজুরের চারা রোপণ

কেশবপুরে অধিক রস দেয়া খেঁজুর গাছ আবাদ শুরু হয়েছে। মঙ্গলবার যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের সীমান্তবর্তী নাগরঘোপ এলাকায় ওয়াপদার সরকারি জায়গায় এই উচ্চ ফলনশীল অধিক রস উৎপাদনকারী দেশীয় প্রজাতির খেজুরের চারা রোপণ করা হয়েছে।

খেজুর চারা রোপণ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান প্রমুখ।