News Bangla

অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ৩ ব্যবসায়ী পেল আর্থিক সহায়তা

পরেশ দেবনাথ, কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের নুড়িতলা বাজারের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকানঘর গত ১ মে শণিবার দুপুরে ভষ্মিভূত হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে সময় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন তাদেরকে সহযোগীতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ীর প্রত্যেকে দোকানঘর মেরামতের জন্য ৭ হাজার ৫’শ টাকা করে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্থ ওই ৩ ব্যবসায়ীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জিআর খাত থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যবসায়ীকে ৭ হাজার ৫শ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে আব্দুল মমিনের ইলেক্ট্রনিক্সের দোকান, মোক্তার আলির চাউল-ভুট্টার দোকান ও মিজানুর রহমানের পান-সুপারি-বিড়ি-সিগারেটের দোকান।

ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। খবর পেয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং ক্ষতিগ্রস্থদের সরকারীভাব সহযোগিতার প্রচেষ্টা করবেন বলে শান্তনা দিয়েছিলেন।